পটুয়াখালীতে প্রতিনিয়ত বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে প্রতিনিয়ত বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলার ৮ উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩০৫ রোগী। আর গত এক সপ্তাহে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ১৯৬৬ জন রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ নারীর। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।

অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি থাকায় চিকিৎসক ও জনবল সংকটে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। অনেকেই ডায়রিয়া ওয়ার্ডে সিট না পেয়ে চিকিৎসা নিচ্ছেন হাসাপালের করিডোরে কিংবা মেঝেতে। তবে পর্যাপ্ত ওষুধ এবং স্যালাইন মজুত আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে রোগীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এদিকে অস্বাভাবিক ডায়রিয়ার প্রার্দুভাবের কারন নির্নয় প্রসঙ্গে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করার জন্য আইইডিসিআরের পরিচালক বরাবর আবেদন জানিয়েছেন পটুয়াখালী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।

এপ্রিল ২২, ২০২১ at ১৬:১৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসচি/এমআরএইস