লালপুরে ফসলি জমিতে পুকুর খনন করায় এক জনের জরিমানা

নাটোরের লালপুরে জসলি জমিতে পুকুর খনন করায় এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তারের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ওয়ালিয়া ইউপির ফুলবাড়ি গ্রামে এই অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ‘আইন অমান্য করে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় ওয়ালিয়া ইউপির ফুলবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমিতে পুকুর খনন বন্ধে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।’

এপ্রিল ১৭, ২০২১ at ১৭:৪৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএআরটি/এমআরএইস