জয়পুরহাটে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

টানা ৮দিনের বিধি-নিষেধের দ্বিতীয় দিনে জয়পুরহাটে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে সর্বত্র ‘লকডাউন’ পালিত হচ্ছে। এই বিধি-নিষেধ সর্বাত্মকভাবে পালনে বাধ্য করতে শহরের প্রধান সড়ক ও মোড়ে মোড়ে টহল দিচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে লকডাউনের দ্বিতীয় দিনে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়,বাটার মোড় ও বাসটার্মিনাল এলাকায় কিছু মানুষ দেখা গেলেও অন্যদিনের মতো সাধারণ মানুষ নেই বললেই চলে। প্রয়োজন ছাড়া বাইরে বের হলেই পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের জেরার মুখে পড়তে হচ্ছে। অপ্রয়োজনে বাইরে বের হয়েছেন নিশ্চিত হলে মামলা দিয়ে বাড়ি পাঠানো হচ্ছে। তবে কাঁচাবাজারগুলো খোলা জায়গায় স্থানান্তর কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। ফলে কাঁচাবাজার গুলোতে স্বাস্থ্যবিধির কোন বালাই নাই।

এদিকে, শহরের বিভিন্ন পয়েন্টে দোকানপাট খোলা রাখার দায়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করতে দেখা গেছে।

পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার এই লকডাউন ঘোষণা করেছে। করোনার সংক্রমণরোধে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেয়া হবে না। কর্তব্যরত সকল পুলিশ কর্মকর্তাদের বিশেষ পাস ছাড়া চলাচলে বাধা দিতে বলা হয়েছে।

এপ্রিল ১৫, ২০২১ at ২২:১১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএইস/এমআরএইস