লালপুরে লকডাউন নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশের মতো নাটোরের লালপুরে চলছে প্রথম দিনের কঠোর লকডাউন। শতভাগ লকডাউন নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অবস্থান নিয়েছে পুলিশ। প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হচ্ছে না সাধারণ মানুষ। বেশির ভাগ রাস্তা ঘাট গুলি ছিলো ফাঁকা জনমানব শূণ্যে। প্রতিটি বাজারের দোকান গুলি ছিলো বন্ধ।

উপজেলার সড়ক গুলিতে দুই একটা ভ্যান ও অটো রিক্সা চলাচল করতে দেখা গেলেও দুর পাল্লার সকল যানবাহন বন্ধ রয়েছে।

প্রতিটি এলাকায় সার্বক্ষনিক টহল দিচ্ছে পুলিশ সদস্যরা। প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী সাত দিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে পুলিশ কাজ করে যাবে বলে জানিয়েছেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।

এপ্রিল ১৪, ২০২১ at ১৪:৪৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএআরটি/এমআরএইস