বরিশালে সড়ক অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবীতে সড়ক অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ছাদেকুল আরিফিনের সাথে বৈঠক শেষে বিকাল সাড়ে ৫টার দিকে গনমাধ্যমে অবরোধ তুলে নেয়ার ঘোষনা দেন তারা। আগামীকাল ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে অবরোধ কর্মসূচি না করলেও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তাদের বিক্ষোভ কর্মসূচী চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

দ্বিতীয় দফায় ১৩ ঘণ্টার আল্টিমেটাম শেষে ফের শনিবার (২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে তারা ফের সড়ক অবরোধ করে।

এদিকে দুই শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন বাস শ্রমিকরা। বিকেলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও শ্রমিকরা এখনও অবরোধ তুলে নেয়নি এবং বাস চলাচল শুরু হয়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পায়রা বন্দর ও কুয়াকাটাগামী যাত্রীরা।

উল্লেখ্য, মঙ্গলবার নগরীর রূপাতলী এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের স্টাফ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের দুজন শিার্থীকে লাঞ্ছিতর ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিন দুপুর দেড়টা থেকে প্রায় ২ ঘণ্টা সেখানকার বাস টার্মিনালে অবরোধ করেন শিার্থীরা। পরবর্তীতে রফিক নামের অভিযুক্ত স্টাফকে পুলিশ গ্রেপ্তার করলে অবরোধ তুলে নেয় তারা।