ইসলামী শিক্ষা বিস্তারে কওমিয়া মাদ্রাসার বিকল্প নেই-বেফাক মহাসচিব

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, কুরআন-সুন্নাহ্ অনুযায়ী ইসলামী শিক্ষা বিস্তারে কওমিয়া মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই।

গতকাল দুপুরে পটুয়াখালীর আংগারিয়া ইউনিয়নের বাহেচর রাবেয়া জাহানারা ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বেফাক মহাসচিব এ কথা বলেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমীন হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে ঢাকা সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম সেন্টু, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা মো: তালহা, মাওলানা ফয়সাল আহম্মেদ, মাওলানা মো: জুবায়ের, মাও: মো. খলিলুর রহমান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলা বেফাক সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে নব-প্রতিষ্ঠিত রাবেয়া-জাহানা ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্বোধ করা হয়।

ফেব্রুয়ারি ১০, ২০২১ at১৭:২৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমজেইউ/এমএসএইস