জয়পুরহাটে ফেন্সিডিল ও ইলিশ মাছ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় ৪৪০ বোতল ফেন্সিডিল ও পৃথক অভিযানে ৭৫ কেজি ইলিশ মাছ অবৈধপথে ভারতে প্রবেশকালে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকালে উপজেলার চেচঁড়া (কয়া) সীমান্ত এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

জয়পুরহাট ২০বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, মাদক চোরাকারবারীরা ভারত থেকে অবৈধ পথে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে দেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে গোপনে অবস্থান নিয়ে ৪৪০ বোতল ফেন্সিডিল ও পৃথক অভিযানে ৭৫কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়ান এর গুদামে জমা রাখা হয়েছে। অপরদিকে ইলিশ মাছগুলো সীমান্তবর্তী এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় দেয়া হয়েছে।

জানুয়ারী, ১৫, ২০২১ at ১৯:১৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ইউএফ/এমএমআর