দুমকিতে জাগ্রত তারুণ্য টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

পটুয়াখালীর দুমকি উপজেলায় “জাগ্রত তারুণ্য” সংগঠন কর্তিক আয়োজিত উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় জাগ্রত তারুণ্য টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৪ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সরকারী জনতা কলেজ মাঠে সকাল ১০ টায় জাগ্রত তারুণ্য টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। জাগ্রত তারুণ্য সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা মো: শাহবাজ মিঞ্জা শোভন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ মো. জামাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এ্যাসোশিয়েসন সভাপতি মো: হারুন অর রশিদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (অতি.দায়িত্ব) মো: আল-ইমরান, ভাইস চেয়ারম্যান এইচ.এম. মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সরকারী জনতা কলেজ এর অধক্ষ্য (ভারপ্রাপ্ত) মো. আবদুল লতিফ হাওলাদার, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. অমিনুল ইসলাম সালাম, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সকল দলের অধিনায়ক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফিতা কেটে ও পায়রা উরিয়ে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এর পূর্বে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও জাগ্রত তারুণ্য পতাকা উত্তোলন করা হয়। দুই দলের খেলোয়ারদের সাথে সাক্ষাত করেন অথিতিবৃন্দ। উক্ত খেলায় মোট দল সংখ্যা ২৬ টি। উদ্বোধন ম্যাচ খেলবেন কদমতলা সুপার স্টার বনাম মুরাদিয়া কিংস। খেলা শেষে আরটি বিজনেজ সেন্টারের অর্থায়নে ম্যান অব দ্যা ম্যাচ পুরুষ্কার প্রদান করা হয়েছে।

ডিসেম্বর, ২৪, ২০২০ at ১৪:৫৮:১০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমজেইউ/এমআরএইস