দুমকিতে অবৈধ মাটি কাটার দায়ে দু’যুবকের  জরিমানা

পটুয়াখালীর দুমকিতে বে-আইনী প্রক্রিয়ায়
অবৈধভাবে মাটি কেটে নেয়ার দায়ে দু’যুবকের ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো: আল-ইমরান পরিচালিত
ভ্রাম্যমাণ আদালতের বিচারে এ দন্ডাদেশ দেয়া হয়।
থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার চরগরবদির তুলাতলা নামক স্থানে লোহালিয়া নদীর তীর
থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে পার্শ্ববর্তি মেসার্স হাওলাদার ব্রিক্স ফিল্ডে সরবরাহ
করছিল এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে
রাসেল হাওলাদার (৩৮)সহ মাটি কাটায় ব্যবহৃত ড্রেজারটি আটক করে।
স্থানীয়দের
অভিযোগ, এর আগেও ওই ব্রিক্স ফিল্টের একাধিক ড্রেজার ও নৌকা যোগে বেশ কিছু
দিন যাবৎ দুমকি উপজেলা সীমান্তের মাটি কেটে নিয়েছে। ধৃত রাসেল হাওলাদার হাওলাদার
ব্রিক্সের ব্যবস্থাপণায় জড়িত। খবর পেয়ে নির্বাহি মেজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও মো:
আল-ইমরান ঘটনাস্থলে ড্রেজারটি জব্দ কেরে স্থানীয় চৌকিদারের জিম্মায় রেখে
ভ্রাম্যামান আদালতের বিচার বসিয়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপণা আইন ২০১০ এর ১৫(১)
ধারায় জনস্বার্থে ১লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন।
২৫ নভেম্বর, ২০২০ at ১৬:৪৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/জেউ/আরএইচ