চিনি শিল্প রক্ষার্থে নর্থ বেঙ্গল সুগার মিলে ফটক সভা

চিনি শিল্প রক্ষার্থে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে ফটক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে শ্রমিক -কর্মচারী ফেডারেশন ও আখচাষী ফেডারেশন এর যৌথ সিদ্ধান্তে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে এই ফটক সভা অনুষ্ঠিত হয়।

সভায় নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নে সভাপতি গোলাম কাওছার এর সভাপতিত্বে ও সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উত্তরঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল, সম্পাদক শ্রী সুকুমার সরকার, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নে যুগ্ম সাধারন সম্পাদক নাহিদুজ্জামান নাহিদ, সাংগাঠনিক সম্পাদক আব্দুল মমিনপ্রমুখ।

সভায় বক্তরা বলেন, কোন চিনি কল বন্ধ করতে দেওয়া হবে না। ১৫টি চিনিকল রক্ষা, শ্রমিকের বকেয়া বেতন পরিশোধসহ দ্রুত চিনিকল চালু না হলে বৃহত্তম আন্দোলন কর্মসূচী দেওয়াসহ প্রয়োজনে রেলপথ -রাজপথ অবরোধের কথা জানান তারা।

এসময় নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীসহ আখচাষীরা উপস্থিত ছিলেন।

১৯ নভেম্বর, ২০২০ at ১৩:১৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআরটি/এমএআর