জয়পুরহাটে মাজার উন্নয়নের নামে শতবর্ষী গাছ কর্তন

মাজার উন্নয়নের নামে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রাচীন জনপদ, ইতিহাস ও ঐতিহ্যমন্ডিত ঐতিহাসিক পাথরঘাটা হযরত মোঃ নাছিরউদ্দীন শাহ রহমতুল্লাহর মাজার ও জামে মসজিদ চত্বরে শতবর্ষী দুটি পুরনো গাছ কর্তনে অনিয়মের অভিযোগ উঠেছে। গাছ কর্তনে মানা হয়নি পুরনো ও ঐতিহ্যবাহী গাছ সংরক্ষণ আইন ২০১৬। স্থানীয়দের অভিযোগ, গাছ দুটির বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় ২ লক্ষ টাকার মত হলেও বিক্রি করা হয়েছে মাত্র ৮০ হাজার টাকায়। আর কর্তৃপক্ষ বলছে, নিয়ম মেনেই গাছ কর্তন করা হয়েছে।

জানাগেছে, এক সময়ে মহীপাল রাজার রাজধানী ছিলো এই পাথরঘাটা। ৭৫৫-১১৭৫ খৃস্টাব্দে এই অঞ্চলে পালদের শাসন আমল ছিলো প্রায় ৪২০ বছর। হাজার বছরের পুরনো জনপদে প্রায় স্থানেই চোখে পড়ে কারুকার্য খচিত পাথরের পিলার। যেগুলো বর্তমানে কর্তৃপক্ষের উদাসীনতার কারনে হারিয়ে যাচ্ছে। বর্তমানে মাজার ও মসজিদ চত্বরে শতবর্ষী এমন ১১ টি কড়ই গাছ আছে। মাজার পরিচালনা কমিটির কার্যকরী সদস্য অফির উদ্দীন মন্ডল জানান, মাজারের সংস্কার ও উন্নয়নের স্বার্থে গাছ গুলো ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরমান হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

১৩ নভেম্বর, ২০২০ at ১৮:৫৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসকেএস/এমএআর