জয়পুরহাটে বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে বাদ দিয়ে সদ্য ঘোষিত জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবি করেছে জেলা কমিটির নেতৃবৃন্দ। সোমবার দুপুরে জেলা বিএনপি’র ব্যানারে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান।
আরও পড়ুন:
চট্টগ্রামে গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ ধর্ষককে বাঁচাতে কাউন্সিলরপ্রার্থী বেলালের দৌড়ঝাঁপ
কোটচাঁদপুর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
স্বামীকে লুকিয়ে বিবাহ বহির্ভূত পরকীয়ায় মেতেছেন অভিনেত্রী শ্রীলেখা

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক সাংসদ গোলাম মোস্তফা বলেন,একই ঘরানার ২৭ জন সহ ৩১সদস্যকে নিয়ে একতরফাভাবে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলায় বিএনপির রাজনীতিকে ধ্বংস করতেই কেন্দ্রকে ভুল বুঝিয়ে জাতীয়পার্টি থেকে আসা এক নেতাকে আহবায়ক করে ওই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। তারা ওই আহবায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে অবিলম্বে বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, সদ্য বিলুপ্ত জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান সহ জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০৯ নভেম্বর, ২০২০ at ১৯:০০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরএইচ