রাজশাহী অঞ্চলে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

রাজশাহী অঞ্চলে (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ) আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষক ও কৃষি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এবার আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। রাজশাহীর মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালি রোপা আমন ধান।

করোনা বিপর্যয়ের মধ্যে ধানের দাম ভালো থাকায় এবার ভিন্ন আমাজে ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। এরই মধ্যে ৬ শতাংশ রোপা আমন ধান কাটা শেষ হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝিতে আমন ধান কাটা শেষ হবে এমনটায় মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃষকরা বলছেন, এবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধানের আবাদে অন্যান্য বছরের চেয়ে বেশি খাটতে হয়েছে। শঙ্কাও কম ছিলো না। এখন তাদের অনেকেরই ধান পরিপক্ব হয়েছে। তারা ধান কাটতে শুরু করেছেন। এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে শেষ পর্যন্ত ফলন কিছুটা কমলেও দাম ভালো থাকায় খুশি তারা। আর আবহওয়া ঠিক থাকলে ফসল ঘরে তুলতে পারবেন এমনটায় প্রত্যাশা তাদের।

জানা গেছে, রাজশাহী অঞ্চলে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ৯৪ হাজার ৯০০ হেক্টর। আর ৩ লাখ ৯৬ হাজার ২২৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। মৌসুমে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ লাখ ৪৫ মেট্রিক টন। এরমধ্যে নওগাঁ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ হাজার ১১৫ মেট্রিকটন অতিরিক্ত চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন ভালো হবে। জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক উপ পরিচালক সুরেন্দ্র নাথ রায়।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, এবার রাজশাহীতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৭৬ হাজার ৫০০ হেক্টর। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৪৯ মেট্রিক টন। তবে এবার লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৭০ হেক্টর বেশি জমিতে অর্থাৎ ৭৭ হাজার ৫৭০ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে।

০৮ নভেম্বর, ২০২০ at ১৬:৪৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআরআর/এমএআর