জেল হত্যা দিবসে আরআরইউ‘র আলোচনা সভা ও দোয়া মাহাফিল

জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর অকট্রয়মোড়স্থ’ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভা ও দোয়া মাহাফিলে জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম আব্দুল মুগ্নী নীরো এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মঈন উদ্দীন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের এ দিনে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে জেলে নির্মমভাবে হত্যার জন্য জাতির ইতিহাসে এ দিনটিকে কলঙ্কময় দিন বলে অভিহিত করেন। তাঁরা বলেন, জাতিকে রাজনৈতিকভাবে পঙ্গু করার জন্যই এই নেতাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয় যা কারাগারের অভ্যান্তরে মানবাধিকার লংঘনের মত ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু’কে সপরিবারে হত্যার পরপরই তার ঘনিষ্ঠ এ চার রাজনৈতিক সহকর্মীকে আটক করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয় এবং ৩ নভেম্বর আটক এ চার নেতাকে নৃশংসভাবে হত্যা করার উদ্দেশ্যই ছিল এ দেশকে নেতৃত্ব শূন্য করা।

সভায় বক্তব্য রাখেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী, সাংগঠনিক সম্পাদক আবুহেনা মোস্তফা জামান, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম রাহিদ, নির্বাহী সদস্য মো. শামসুল হক, নির্বাহী সদস্য মো. ফায়সাল হোসেন, ক্রিড়া সম্পাদক, মো. আহম্মদ মোস্তফা শিমুল, সদস্য, মো. মোজাম্মেল হক রনি প্রমুখ।

০৩ নভেম্বর, ২০২০ at ১৯:৩৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআরআর/এমএআর