নাটোরে দুই ভূয়া চিকিৎসককে জরিমানা ও কারাদণ্ড

নাটোরে অনুমোদনহীন ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুইজন ভূয়া চিকিৎসককে জরিমানা ও ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত শহরের কানাইখালি উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে অভিযান পরিচালনা করে।

কোন রকম অনুমোদন ছাড়াই পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দিয়ে আসছিল হেলথ কেয়ার সেন্টারটি।
এছাড়া সেখানকার দুই ভূয়া চিকিৎসক মিজানুর রহমান ও ‍হুমাইয়ারা আক্তার নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক দাবী করে চিকিৎসা প্রদান করছিল।

পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোমা খাতুন ভুয়া চিকিৎসক মিজানুর রহমানকে ৬মাসের কারাদন্ড এবং ৫০হাজার টাকা জরিমানা এবং অপর চিকিৎসক হুমাইয়ারা আক্তারকে ৫০হাজার টাকা জরিমানা করেন।

এসময় উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারটি সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত। এসময় জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. রাজেস সহ এনএসআই সদস্যরা উপস্থিত ছিলেন।

০২ নভেম্বর, ২০২০ at ১৬:০৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআরটি/এমএআর