রাজশাহীতে পিটিয়ে অটোচালককে হত্যার অভিযোগ

রাজশাহীর পবায় ইব্রাহিম রনি (৩০) নামের ব্যাটারিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে ও মুখে কিটনাশক দিয়ে হত্যার অভিযোগে মামলার প্রধান আসামি শাকিবুলকে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

নিহত ইব্রাহিম রনি পবা থানাধিন শরিফ নগরের মুশরাইল এলাকার মোতাহার ওরফে কুটির ছেলে।

এর আগে বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালকের মৃত্যু হয়। এই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শাকিবুলকে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইব্রাহিম রনি মুশরাইলের বাচ্চুর মোড় এলাকার শাকিবুলের গ্যারেজ থেকে থেকে ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে চালাতেন। এসময় শাকিবুলের কাছে ইব্রাহিম রনির ১০ হাজার টাকা ধার হয়। ধার পরিশোধ ও ব্যাটারি ক্রয়ের জন্য গত বুধবার (২৮ অক্টোবর) সকালে ৪০ হাজার টাকা নিয়ে ওই গ্যারেজে যান রনি। ওই সময় শাকিবুলের অটোরিকশা আর চালাবেন না বলে জানালে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শাকিবুল, মোস্তাকসহ ৫জন মিলে রনিকে একটি ঘরে আটকে রেখে মারধর করে।

পরে অবস্থা গুরুতর হলে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার উদ্দেশ্যে মুখে কিটনাশক ঢেলে রনিকে তার বাড়ির পাশের আম বাগানে ফেলে আসে তারা।

এসময় রনির আত্মচিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।

চন্দ্রিমা থানার ওসি মোঃ সিরাজুম মমিন বলেন, এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।

০২ নভেম্বর, ২০২০ at ১৭:১৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআরআর/এমএআর