শিবগঞ্জের গুজিয়াতে মোবাইল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ১মাসের কারাদন্ড প্রদান

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া বন্দরে এক মোবাইল ব্যবসায়ীকে অধিক দামে মোবাইল বিক্রি করার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় উপজেলার গুজিয়া বন্দরে সামিয়া টেলিকম এ অভিযান পরিচালনা করে ওই দোকানের মালিক ইসরাতুল ইসলাম সজীবকে গ্রাহকের কাছে অধিক দামে মোবাইল বিক্রির অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাক্স ব্যবহার না করার অপরাধে আরো দুজন ব্যবসায়ীর কাছ থেকে ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট জনাব আলমগীর কবীর। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর বলেন, গ্রাহকের সাথে প্রতারণা করে অধিক দামে মোবাইল বিক্রির অপরাধে ঐ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

০২ নভেম্বর, ২০২০ at ১২:২৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরআই/এমএআর