জয়পুরহাটের আক্কেলপুরে আগাম আলু বীজ রোপণে ব্যস্ত চাষীরা

জয়পুরহাটের আক্কেলপুরে আগাম আলুর বীজ রোপণ শুরু করেছে চাষীরা। সরেজমিনে দেখা গেছে, রবি শস্য বপন ও আগাম জাতের আলু চাষে ব্যস্ত সময় পার করছে উপজেলার প্রান্তিক আলী চাষীরা। পুরুষদের পাশাপশি নারীরাও সহায়তা করছেন রবি শস্য রোপণে। তবে বাজারে আলু বীজের মান ও দাম নিয়ে সংশয়ে ভুগছেন তারা।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ১৩’শ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত আলু রোপণ করা হয়েছে প্রায় ৩৬৫ হেক্টর জমিতে। এ বছর এই উপজেলায় মোট আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৬ হাজার হেক্টর জমিতে।

উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আগাম আলু চাষী দেলোয়ার হোসেন, জয়নাল আবেদিন সহ বেশ কয়েকজন জানান, চলতি বছরে বাজারে আলুর দাম উর্ধ্বগতির কারণে অনেক বীজ বিক্রেতারা খাবার আলুকে বীজ হিসেবে কৌশলে কৃষকদের কাছে বিক্রি করায় উৎপাদন নিয়ে সংশয়ে রয়েছেন আলু চাষীরা। এখন পর্যন্ত প্রকৃত কোন আলু বীজ বাজারে কেনা বেচা শুরু হয়নি বলেও জানান তারা।

অক্টোবর , ০১.২০২০ at ১৭:৫৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিক/ এসএমআর