রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত রোগী ২১ হাজার ছাড়াল

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। গত শনিবার বিভাগের আট জেলায় নতুন ৫২ জন রোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা এখন ২১ হাজার ২৩ জন। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য।

তিনি জানান, শনিবার বিভাগের নাটোরে একজন, নওগাঁয় চারজন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় ১৫ জন, পাবনায় আটজন, সিরাজগঞ্জে দুইজন এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১০ জন করে শনাক্ত হয়েছেন। বিভাগের বগুড়া জেলায় এ পর্যন্ত সর্বোচ্চ ৮ হাজার ৮০ জন শনাক্ত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ১৫৯ জন শনাক্ত হয়েছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৭৯২ জন, নওগাঁয় ১ হাজার ৩৩৭ জন, নাটোরে ১ হাজার ৪৮ জন, জয়পুরহাটে ১ হাজার ১৩৩ জন, সিরাজগঞ্জে ২ হাজার ২৫৭ জন এবং পাবনায় ১ হাজার ২১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত শনিবার বিভাগে ৩৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ দিন নতুন করে কারও মৃত্যু হয়নি।
বিভাগে এ পর্যন্ত ৩২০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৯ হাজার ৮১৭ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৫০৪ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হননি কেউ ।

০১ নভেম্বর, ২০২০ at ১৬:১২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআরআর/এমএআর