পটুয়াখালীতে পূজা মন্ডপের নিরাপত্তা ও আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা

পটুয়াখালীতে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ও আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল ১১টায় পটুয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে পূজা মন্ডপ সমূহে নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সরকারী নির্দেশনা মেনে পূজা অর্চনা উৎসব সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে সচেষ্ট থাকার আহবান জানান বরিশাল বিভাগীয় ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট কমল দত্ত, সাধারণ সম্পাদক পৌর-কাউন্সিলর কাজল বরন দাস, কলাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হালদার, বাউফল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অতুল চন্দ্র পাল, গলাচিপা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ মজুমদার, দশমিনা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস চন্দ্র পাল, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিনাকী রঞ্জন দাস, সাধারণ সম্পাদক মনু পাল প্রমুখ।

১৩ অক্টোবার, ২০২০ at ১৬:১৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসসি/এমএএস