ধর্ষকদের শাস্তির দাবিতে জয়পুরহাটে শিক্ষার্থীদের মানববন্ধন

সারাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও শহীদ মিনার চত্ত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্কুল পড়ুয়া ক্ষুদে শিক্ষার্থীরা।

রবিবার সকালে “পাশে আছি বন্ধু তোমার” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহীদ মিনার চত্ত্বরে গণ-অবস্থান শেষে শহরের জিরোপয়েন্ট এলাকায় প্রায় ঘন্টাব্যপী এ কর্মসূচী পালন করে তারা।

মানববন্ধন চালাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উক্ত সংগঠনের সভাপতি মেশকাত মাহিন মিফা, সাধারণ সম্পাদক ইতিসামুল হক তিসান, সাংগঠনিক সম্পাদক মো: শাহিন, শিশির, রহমত আলী প্রমুখ।

এসময় তারা বলেন, সারাদেশের চলমান ধর্ষন, নারী ও শিশু নির্যাতন এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। এছাড়াও ধর্ষণ ও যৌন নির্যাতন সংক্রান্ত মামলায় বাদীর পক্ষে আইনজীবি নিয়োগ ও মামলা পরিচালনায় যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রকর্তৃক বহন শতভাগ নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা।

১১ অক্টোবার, ২০২০ at ১৯:৪৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএইচ/এমএআর