অসহায় এক প্রতিবন্ধীর জীবিকা নির্বাহের জন্য মুদি দোকান উপহার

প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করছে সরকার। একই সাথে বেসরকারি সংস্থা, এনজিও, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও তাদের পাশে থেকে নানাভাবে সহযোগীতা করছে।

“প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের পাশে দাঁড়িয়ে অনুপ্রেরণা দান ও সহযোগীতা করলে তারাও স্বয়ং সম্পন্ন হয়” এ চেতনাকে ধারণ করে গড়ে ওঠা জয়পুরহাটের লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থাটি জেলার বিভিন্ন এলাকার অসহায় প্রতিবন্ধীদের সরকারি বেসরকারি নানাবিধ সুয়োগ সুবিধা পেতে দিবারাত্রী সহযোগীতা অব্যাহৃত রেখেছে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়ে “দশ টাকার গল্প গ্রুপের” সার্বিক সহযোগীতায় প্রতিবন্ধী বিদ্যুৎ হোসেন এর জীবিকা নির্বাহের পথ হিসেবে একটি মুদি দোকান উপহার প্রদান করেন সংস্থাটি।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অশোক কুমার ঠাকুর, লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি জাকারিয়া মন্ডল শিমুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও একই সময়ে মানবিক বাংলাদেশ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উক্ত অসহায় প্রতিবন্ধীকে কিছু নগদ অর্থ তুলে দেন সংস্থাটির জেলা শাখার নেতৃবৃন্দ।

২৪ সেপ্টেম্বর, ২০২০ at ২০:১০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএইচ/এমএএস