তালতলীতে ইউপি উপনির্বাচন আ’লীগের একাধিক ও বিএনপি’র একক প্রার্থী মাঠে

বরগুনার তালতলীতে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে শুধু সংশ্লিষ্ট ইউনিয়নই নয় উপজেলার সর্বত্রই এর গুঞ্জন শোনা যাচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়নে মাঠে রয়েছে আওয়ামীলীগের ৩ প্রার্থী ও বিএনপি’র-১।

জানা গেছে, উপজেলার কড়ইবাড়ীয়া ইউনিয়নের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন গত ১৪ সেপ্টেম্বর তফসিল ঘোষণার পরপরই আওয়ামীলীগের ৩ প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা যিনি ২০১৭ সালের এপ্রিলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে মাত্র ২২৩ ভোটে হেরে নিকটতম প্রতিদ্বন্দী হয়েছেন।

মাঠে রয়েছেন আরেক উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক ৩বারের ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মাস্টার ত্যাগী নেতা হিসাবে মনোনয়ন দাবী করেন আওয়ামীলীগের শীর্ষ নেতাদের কাছে। তবে তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার বিদ্রোহী প্রার্থী ছিলেন।

কড়ইবাড়ীয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. সফিকুল ইসলাম সিকদার তিনিও মনোনয়ন পেতে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাদের ধরণা ধরছেন। অপর দিকে বিএনপি’র একক প্রার্থী হিসেবে মোঃ মানসুরুল আলম রয়েছেন মাঠে। তিনি এর আগে ২বার এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী পদে প্রতিদন্দিতা করেছিলেন।

উল্লেখ্য, এ ইউনিয়নে ২০১৭ সালের ১৬ এপ্রিলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়া চেয়ারম্যান আলতাফ হোসেন আকন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মারা যান। তার মৃত্যুত এ ইউনিয়নে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। উপ-নির্বাচনে জয়ী হওয়া চেয়ারম্যান মাত্র ১৭মাস দায়িত্ব পালন করতে পারবেন।

২১ সেপ্টেম্বর, ২০২০ at ১৮:২২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআর/এমএএস