ব্রিজের সংযোগ সড়কে বেহাল দশা

বেতাগী উপজেলার বদনীখালি ব্রিজের সংযোগ সড়ক বেহাল হয়েছে। সড়কের দুই পাড়ের আধা-কিলোমিটারের মধ্যে ১০টিরও বেশি বড় গর্ত রয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়কের নিচের বালু সরে গিয়ে গর্তগুলো আরও ভয়াবহ রূপ নিয়েছে। যানবাহন একটু সতর্কতা হারালেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জানা যায়, ৮ কোটি ৫৩ লাখ টাকা ব্যায়ে মের্সাস হুমায়ন এন্টারপ্রাইজ ২০১৮ সালের শেষের দিকে ব্রিজ নির্মাণ কাজ শেষে সংযোগ সড়ক নির্মাণ করা হয়। নির্মানের কিছুদিন যেতে না যেতেই সংযোগ সড়কের বিভিন্ন অংশে ফাটল ধরলে ঠিকাদার প্রতিষ্ঠান কোন ধরনের সংস্কারের উদ্যোগই নেয়নি,যার ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। এক বছর ধরে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত দেখা দিলেও সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

অটো চালক শহীদুল ইসলাম বলেন, দিনে কোনোভাবে চলাচল করা গেলেও রাতের বেলায় আতঙ্কের মধ্যদিয়ে পথচলে এলাকাবাসি আমাদের গাড়ি চলাচলে তো বেহাল অবস্থা।

বেতাগী উপজেলা প্রকৌশলী শিপ্লু কর্মকার জানান, ‘বরাদ্দ এলে সংস্কার করা হবে।’

১০ সেপ্টেম্বর, ২০২০ at ১৬:৪৭:১৫ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআই/এনআফটি