জব্দকৃত ইলিশ মাছ এতিমদের মাঝে বিলিয়ে দিলেন বিজিবি

প্রায়-ই দেখা যায় বাংলাদেশের ইলিশ মাছ অবাধে পার হচ্ছে ভারতে। তবে এবার জয়পুরহাট সিমান্তে অবৈধভাবে পাচারকৃত ইলিশ মাছ জব্দ করলেন বিজিবি সদস্যরা। বুধবার বিকেলে জেলার পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা থেকে ভারতে পাচার কালে ২০ কেজি ইলিশ মাছ জব্দ করেন তারা। জব্দকৃত মাছগুলো কয়া সীমান্ত এলাকা সংলগ্ন তিনটি এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের কয়া ক্যাম্পের কমান্ডার রবিউল ইসলাম জানান, বাংলাদেশ থেকে চোরায় পথে ভারতে ইলিশ মাছ পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছগুলো উদ্ধার করা হয়। তবে এঘটনায় পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি। তারা কৌশলে পালিয়ে যায়। পরে ব্যাটালিয়ন এর অধিনায়কের নির্দেশে মাছগুলো এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।

০৯ সেপ্টেম্বর, ২০২০ at ১৯:০৭:৪০ (GMT+06)
দেশদর্পণ/আক/এবিএসএম/এনআফটি