বদ্ধভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক

অযত্ন অবহেলায় পড়ে থাকা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় বদ্ধভ’মিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম।

শনিবার দিনব্যাপী জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউপি’র নন্দইল আদিবাসী ভাষ্কর্য, বকুলতলা বধ্যভূমিসহ উপজেলার ১৬টি বধ্যভূমি পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

তিনি আরোও বলেন, লাল সবুজ পতাকা আজ বাংলার মাটিতে পতপত শব্দে শোভা পাচ্ছে যাদের আত্মত্যাগের বিনিময়ে তাদের স্মৃতিসমূহ অমর করে রাখতে বধ্যভূমিগুলোকে সংস্কার ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম তাদের স্মরণ রাখে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এম আশিক রেজা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী, কবি আমিনুল হক বাবুলসহ স্থানীয় সাংবাদিক ও সূধী সমাজের ব্যক্তিবর্গ।