নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সরঞ্জামাদি জব্দ করলেন ইউএনও

অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করেছে জয়পুরহাট সদর উপজেলা প্রশাসন।

শনিবার দুপুরে সদর উপজেলার ঘাসুরিয়া এলাকায় ছোট যমুনা নদীতে অভিযান চালিয়ে এসব সরঞ্জামাদি জব্দ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায়।

এসময় ইউএনও বলেন, স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে উপজেলার ছোট যমুনা নদীতে ভাসমান অবস্থায় ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো।

যার ফলে নদীর তীর ও আশপাশের ফসলি জমিতে ভাঙন দেখা দিয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। নদী ও ফসলী জমি রক্ষায় এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।