রাজশাহীতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহীতে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের এক শ্রমিক মারা গেছেন। তার নাম শান্ত (২১)। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে চিকি’সক তাকে মৃত ঘোষণা করেন। শান্তর বাবার নাম শ্রী রাধন সরদার। তার বাড়ি জেলার কাঁকনহাট পৌরসভার শেরপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর কাজীহাটা এলাকায় এনএসআই‘র নতুন নির্মাণাধীন ভবনে সকাল থেকে অন্যান্য শ্রমিকদের সাথে কাজ করছিলেন শান্ত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেখানে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন তিনি। আশংকাজনক অবস্থায় তাকে রামেক হাসপাতালে নেয়া হলে চিকি’সক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, এ ঘটনার জন্য ভবনটি নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করেছেন স্থানীয়রা।

রাজপাড়া থানার ওসি জানান, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালাল মর্গে গ্রেরণ করা হয়েছে। শুক্রবার আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেয়া হবেও জানান ওসি।

০৪ সেপ্টেম্বর, ২০২০ at ১২:৫৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআরআর/এমএআর