বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে শোক সভা ও দোয়া মাহফিল

১৯৭৫ এর ১৫ আগস্ট ভোর রাতে নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল এ দিনটিতে অসংখ্য মানুষের আর্তনাদ আর হাহাকারে তৈরি হয় এক বিভীষিকা। সারাদেশ যেন স্তব্ধ হয়ে যায় সে হামলায়। আগস্টের এ দিনে বাঙালি হারিয়েছে স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের বেশ কিছুসংখ্যক সদস্যকে।

ভয়াল এ দিবসটিকে সামনে রেখে শনিবার বিকেলে জয়পুরহাটের ক্ষেতলালে অনুষ্ঠিত হয় শোক সভা ও দোয়া মাহফিল। ক্ষেতলাল উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা যুবলীগের সভাপতি আজম আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি। বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, গোলাম হাক্কানী, যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন, জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য প্রভাষক সুমন কুমার সাহা, সাধারন সম্পাদক রাসেল দেওয়ান মিলন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহুরুল, ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু’সহ জেলা ও উপজেলার পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্ষেতলাল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল। শোক সভা শেষে ১৯৭৫ এর ১৫ আগস্ট ও সকল স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।