জয়পুরহাট আশা’র উদ্যোগে ৫শ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান

জয়পুরহাটে জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে বিভিন্ন সংগঠনের সহায়তা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র করোনায় খেটে খাওয়া কর্মহীন মানুষের মাঝে সহায়তার জন্য জেলা প্রশাসককে চাল, ডাল, তেল, লবন, আলুসহ ৫শ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করেন।

এসব খাদ্য সামগ্রী গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।

আরো পড়ুন :
জগদীশপুর ইউনিয়নের ২৫০’শ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী
চৌগাছায় আশা’র উদ্যোগে ইউএনওর কাছে খাদ্য সহায়তা প্রদান
জাতীয় পুষ্টি সপ্তাহে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরন

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার হক, আশার বগুড়ার অতিরিক্ত বিভাগী ম্যানেজার জিয়াউল হাসান খন্দকার, জেলা ম্যানেজার তরিকুল ইসলাম, কর্মকর্তা ওবাইদুর রহমান, আরোনয়ার হোসেন, সুলতান মাহমুদ, ব্যাঞ্চ ম্যানেজার হারুনুর রশিদ, রফিকুল ইসলামসহ অন্যরা।

আশা কর্মকর্তারা জানান, জেলার ৫ উপজেলা নির্বাহীদের কর্মকর্তাদের ত্রাণ ভান্ডারে ১ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দিয়েছে আশা।

মে ১২, ২০২০ at ১৭:০০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এএম/এএডি