পটুয়াখালীতে উপসর্গ ছাড়াই করোনা পজেটিভ

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রথম ২৫ বছর বয়সী এক নারী করোনা শনাক্ত হয়েছে। তিনি উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের মোঃ আবিরের স্ত্রী। পেশায় সে একজন শিক্ষিকা।

মঙ্গলবার (৫ মে) রাতে পটুয়াখালী সিভিল সার্জনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা।

আরো পড়ুন :
শ্রীপুরে অগ্নিকান্ডে ভ্যান চালকের বসতঘর ভষ্মিভূত
করোনা : ভ্যাকসিন তৈরির দাবি ইতালির বিশেষজ্ঞদের
মাস্কে মুখ ঢেকে সম্পন্ন হলো বিয়ে

তিনি জানান, গত সোমবার (৪ মে) সকালে ওই নারী ও তার স্বামী এসে বলেন, আপা আমাদের নমুনা সংগ্রহ করে একটু পরীক্ষার জন্য পাঠান। তাদের সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট কোন উপসর্গই ছিলো না। পরে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

মঙ্গলবার সকালে ওই নারীর শরীরে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। কিন্তু তার স্বামীর রিপোর্ট নেগেটিভ। ওই নারীকে বাসায় সম্পুর্ন আলাদা থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল ওই এলাকায় যেয়ে তার সংস্পর্শে থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন, খবর পেয়েছে। নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মে ০৬, ২০২০ at ১১:৫৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসসি/এএডি