গ্রাম থেকে গ্রামে ভুপালী সরকার

মানুষকে বাঁচাতে তিনি ছুটে চলছেন গ্রাম থেকে গ্রামে। ছুটির দিনেও একটু বিশ্রাম নেবার সময় নেই কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ভুপালী সরকারের। মানুষকে বাঁচাতে সারাক্ষন ছুটেচলা তার।

শুক্রবার সকালে কালীগঞ্জ বাজারে জনসমাগম রোধ করা অপ্রয়োজনে বাজারে ঘোরাঘুরি। কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে চায়ের দোকানে লোকসমাগম রোধ করা। বিদেশ ও ঢাকা থেকে আগত ব্যাক্তিগণ হোম কোয়ারান্টাইনে আছে কিনা তা পর্যবেক্ষণ করতে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন তিনি।

উপজেলার অনেক বাজার ও চায়ের দোকানে অযথা বসে আড্ডা মারা ও সরকারি আদেশ ও আইন অমান্যকারীকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট ভুপালী সরকার। তিনি উপস্থিত সকলকে বিনা প্রয়োজনে বাইরে বের না হয়ে ঘরে থাকার ও সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন। এভাবেই তিনি ছুটে চলেছেন প্রতিদিন।

এপ্রিল ০৩, ২০২০ at ১৯:৩৩:১৮ (GMT+06)
দেশদর্পণ/আক/বিএইচ/তআ