করোনা: লালপুরে সব দোকান বন্ধ

করোনা ভাইরাস বর্তমানে এ এক আতঙ্কের নাম। কারোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা অনুযায়ী নাটোরের লালপুর উপজেলা জুড়ে ঔষধ, মুদিখানা ও সবজির দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো লালপুর জুড়ে যেন আজ নিরব।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারী নির্দেশনা অনুযায়ী ১পৌরসভা সহ ১০টি ইউনিয়নের করোনা প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতির নেতৃত্বে উপজেলার সকল বাজার ও রাস্তার মোড়ে অবস্থানরত দোকান বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন: চট্টগ্রাম কাস্টমে সীমিত আকারে কাজের সিদ্ধান্ত

এর আগে জনসচেতনতার লক্ষে দোকান বন্ধে জন্য লালপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচার প্রচারোনা করা হয়। এদিকে লোক সমাগম প্রতিরোধে সকাল থেকেই আইন শৃঙ্খনা বাহিনী উপজেলার বিভিন্ন বাজার ও রাস্তার মোড়ে টহল দিতে দেখা গেছে।

দেশদর্পণ/এআরটি/এসজে