লালপুরে ৬ ইটভাটা ব্যবসায়ীর ৮ লাখ টাকা জরিমানা!

নাটোরের লালপুরে ৬টি অবৈধভাবে ইট ভাটায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৫ এর ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ ফেব্রæয়ারী) বিকেলে পরিবেশ অধিদপ্তরের কোন বৈধ লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র নেই লালপুর উপজেলার এমন ৬টি ইট ভাটায় অভিযান চালায় র‌্যাব-৫,সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভ্রাম্যমাণ আদালত। এ সময় এবিএম ইটভাটাকে ২ লাখ, ভিআইপি ইটভাটাকে ১ লাখ টাকা, এনএবি ইটভাটাকে ১ লাখ টাকা, এএইচবি ইটভাটাকে ১ লাখ টাকা, এমআরএ ইটভাটাকে ২ লাখ টাকা, এবং এইচবিসি ইটভাটাকে ১ লাখ টাকাসহ মোট ৮ লাখ টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান জানান ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে জানান, ‘লালপুর উপজেলার ৬টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ইটভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের কোন বৈধ লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে ইট উৎপাদন ও বিধি অমান্য করে ভাটা পরিচালনা করার অপরাধে জরিমানা আদায় করা হয়।

দেশদর্পণ/এআরটি/এসজে