মুজিববর্ষ উপলক্ষে পটুয়াখালীতে দিনব্যাপী নাট্য উৎসব

মুজিব বর্ষ উপলক্ষে দেশব্যাপী বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনের নাট্য উৎসবের অংশ হিসেবে পটুয়াখালীতে আজ একদিনব্যাপী উৎসবের আয়োজন করে নাট্য সংগঠন সুন্দরম ও দখিনা নাট্য ম । সন্ধ্যা ৭টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে উৎসবে উদ্বোধন করেন ফেডারেশনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাসু দেব ঘোষ।

এ সময় বক্তব্য রাখেন সুন্দরম সভাপতি প্রফেসর এম নুরুল ইসলাম, দখিনা নাট্য মে র সাধারন সম্পাদক কাজল বরন দাস, জেলা কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। বক্তারা ঢাকার বাইরের মে নিমমিত নাট্য চর্চার ক্ষেত্র তৈরী করেত সরকারের প্রতি আবহান জানান। পরে সুজয় চক্রবর্ত্রী রচিত ও নির্দেশিত অন্তুষ্টি এবং অনিমেষ সাহা লিটু রচিত ও নির্দেশিত অর্ণূনাভ নামে দুটি নাটক ম স্থ করা হয়।

দেশদর্পণ/এসএম/এসজে