পাঁচবিবিতে হাম-রুবেলা ট্রেনিং কর্মসূচি বর্জন

জয়পুরহাটের পাঁচবিবিতে হাম-রুবেলা ট্রেনিং কর্মসূচি বর্জন করেছে পাঁচবিবির হেলথ কর্মীরা। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ও কেন্দ্রীয় দাবি বাস্তবায়নের সমন্বয় পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৮ফেব্রুয়ারি মঙ্গলবার নির্ধারিত হাম-রুবেলা ট্রেনিং অংশগ্রহণ করেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী বৃন্দ।

ট্রেনিং বর্জন কর্মসূচি চলাকালে উপস্থিত হলে কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ এর সদস্য মাহবুবুল আলম, উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন এর সভাপতি পুলক চন্দ্র দাস, স্বাস্থ্য পরিদর্শক আলাউদ্দিন মন্ডল, হাফিজুর রহমান কামরুল হাসান ও নজরুল ইসলাম সহ উপস্থিত ট্রেনিং বর্জনকারীরা একযোগে সাংবাদিকদের জানান ১৯৯৮ সালের ৬ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা থাকা সত্বেও দীর্ঘদিন দাবি বাস্তবায়ন হয় নাই।
আরও পড়ুন: সুমি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি

২০১৮ সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে দেওয়া তিন দিনের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া সত্ত্বেও বাস্তবায়ন না হওয়ায় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বেতন স্কেল সহ টেকনিকেল পদমর্যাদা ও বেতন আপগ্রেডেশন সহ ৪ দফা দাবিতে ২২ফেব্রুয়ারি হতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জনসহ সকল কার্যক্রম থেকে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন করবে।

দেশদর্পণ/একে/এসজে