সরকারি খাল দখলরে মহা উৎসব, নীরব ভূমিকায় প্রশাসন

সারা দেশে যখন খাল নদী দখলরে বিরুদ্ধে অভযিান অব্যাহত রয়ছে এমন সময় চলছে বরগুনার তালতলী উপজলোর ৪৭নং মৌজার আওতাধীন কচুপাত্রা বাজাররে খাল এবং মালিপাড়া স্লুলজি গেট সংলগ্ন খালের পূর্ব পাশ দখলরে মহাউৎসব প্রশাসন নিরব ভূমিকায় রয়ছে।

শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে প্রতি রবিবার হাট বসে বিভিন্ন পত্র-পত্রিকায় নিউজ করার পরও থেমে নেই। খাল ও জলাশয় দখল। কোথাও প্রভাবশালীরা, আবার কোথাও রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় সাধারণ মানুষ মুদি দোকানরে মালিকরা, বিভিন্ন স্থাপনা নির্মাণ করে স্থানীয়রা বসবাস করছ মালিপাড়া স্লুলজি গেট সংলগ্ন অবৈধভাবে খালের এক পাশ ৬ থেকে ৭ জন লোক দখল করে আছ । খালের দু:পাড়ে দোকান ইমারত নির্মাণ করার ফলে একদকি যেমেন খাল সংকুচিত হয়ে অন্যদিকে খালের নব্যতা কমে ভরাট হয়ে যাচ্ছ। এক সময় খাল দয়ে নৌকা চলত মানুষ মালপত্র নিয়ে যাতায়াত করতো তা বন্ধ হয়ে যাচ্ছ। উপজলো ভুমি অফসে অবৈধ স্থাপনার বিষয় এই প্রতিবেদক জানতে গেলে কোনো তথ্য পাওয়া যায় না।

দেশদর্পণ/এআর/এসজে