লালপুরে দিনব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নটোরের লালপুরে ২০১৯-২০ অর্থ বছরে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়ে) প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রæয়ারী) দুপুরে লালপুর উপজেল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক ও নিরাপদ প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন কৌশল এর বিষয়ে উপজেলা এনএটিপি হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: পর্নো ছবি দেখানোর অভিযোগে জেল হাজতে প্রধান শিক্ষক

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) হাবিবুল ইসলাম খাঁন, লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ মুহাম্মাদ মামুর রশিদ প্রমুখ। এসময় ৩০জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

দেশদর্পণ/আরটি/এসজে