জনগণের মধ্য থেকে পুলিশ-ভীতি দূর করতে হবে: আইজিপি

পুলিশের মহা পরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রত্যাশা অনুযায়ী পুলিশ হবে জনগনের পুলিশ। প্রণিধানযোগ্য এ নির্দেশনানুযায়ী মুজিব বর্ষকে সামনে রেখে সারা বর্ষ জুড়ে জনগনের সাথে আরো মিথস্ক্রিয়ার মাধ্যমে পুলিশি ভীতি দুর করে জনগন যাতে প্রত্যাশিত সেবাটি পেতে পারে সেজন্য পুলিশকে মানষিক ও নৈতিক ভাবে গড়ে তোলা হচ্ছে। দেশে জঙ্গীবাদ একেবারে নির্মূল না হলেও কার্যকরীভাবে নিয়ন্ত্রন হয়েছে বলেই বাংলাদেশের জঙ্গীবাদ বিরোধী কর্মকান্ড বিশে^ মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

আজ দুপুরে পটুয়াখালী পুলিশ লাইনস্ এ নবনির্মিত আধুনিক অস্ত্রাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি একথা বলেন।
আরও পড়ুন: অস্কারের মঞ্চে না থাকতে পেরে যা বললেন প্রিয়াঙ্কা

অনুষ্ঠানে বরিশাল বিভাগের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার মাইনুল হাসানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তা ও জেলার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে তিনি প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন।

দেশদর্পণ/এসসি/এসজে