দুমকিতে ৪৫০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

পটুয়াখালীর দুমকিতে কৃষি সম্প্রসারন বিভাগের উদ্যোগে ৪শ’৫০জন কৃষকের মাঝে বিনেমূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রæয়ারি) সকালে দুমকি উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও শঙ্কর কুমার বিশ^াস’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগত কৃষকদের মাঝে বিনেমূল্যে সার ও বীজ বিতরণ করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বস্তিতে আগুন, ৪শতাধিক ঘর ভস্মীভূত

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এড. মাসুদ আল-মামুন, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা প্রমুখ বক্তৃতাকরেন। আলোচনা শেষে ৫ ইউনিয়নের ৯০জন করে তালিকাভুক্ত ৪শ’ ৫০জন কৃষকের মাঝে বিনেমূল্যে ইউরিয়া, টিএসপি ও সিউরেটঅব পটাশ সার ও ভুট্টা, ডাল ও বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করা হয়।

দেশদর্পণ/জেইউ/এসজে