পাটকল শ্রমিকের মৃত্যুতে বাসদের নিন্দা ও বিক্ষোভ সমাবেশ

গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় খুলনায় পাটকল শ্রমিক আব্দুস সাত্তারের মৃত্যুতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার বেলা ১১ টায় চিনিকল সড়ক থেকে একটি লাল পতাকার মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুড়মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি সামিউল ইসলাম বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বাসদের আহ্বায়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, জেলা বাসদের সদস্য উৎপল দেবনাথ। আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সাংগঠনিক সম্পাদক মুর্দিশ আলম, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিরাষ্ট্রীয়করণ, লুটপাট, দুর্নীতির কারণে পাটশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। ইতিমধ্যে পাটকল শ্রমিক আব্দুস সাত্তার অনশনে মৃত্যুবরণ করছে এর দায় রাষ্ট্রকে নিতে হবে, নিহত পরিবারকে আর্থিক সহযোগীতা দিতে হবে। বেতন, মজুরি কমিশন ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়ন, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, পিএফ ফান্ডের টাকা ফেরৎ, চাহিদা অনুযায়ী পাট মৌসুমে পাট কেনাসহ ১১ দফা তাদের দাবি দ্রুতই বাস্তবায়ন করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, ব্যক্তি মালিকানাধীন পাটকলগুলিতে শ্রমিক শোষণ বাধাহীন করার জন্যই রাষ্ট্রীয় পাটকলগুলি ২০১৫ সালের মজুরি কমিশনের সুপারিশ অনুসারে ঘোষিত মজুরি পরিশোধে টালবাহানা করা হচ্ছে। তাই পাটকল শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।