মমতাজ মেহেদী বিগ ব্যাশ লীগের লোগো উন্মোচন

আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন জেলার ২৪টি দল নিয়ে ঝিনাইদহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মমতাজ মেহেদী বিগ ব্যাশ লীগ’ ফুটবল টুর্নামেন্ট।

রবিবার (৮ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লীগের লোগো উন্মোচন ও লীগের টাইটেল স্পন্সর চুক্তি স্বাক্ষর করা হয়। এসময় পবহাটি বিগ ব্যাশ লীগের চেয়ারম্যান ইমরান হোসেন সুজন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আহাদুর রহমান খোকন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, মমতাজ হারবাল প্রোড্রাক্টস এর বিশেষ প্রতিনিধি বিল্লাল হোসেন লিটুসহ অন্যান্যরা।

আরও পড়ুন:
যবিপ্রবি’তে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আপদকালীন মজুদ বৃদ্ধির লক্ষ্যে ৬৪ জেলাতেই নির্মাণ হবে সারের বাফার গোডাউন: শিল্প প্রতিমন্ত্রী

এসময় আয়োজকরা জানান, পবহাটি বিগ ব্যাশ লীগের আয়োজনে এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ আসর। লীগ ভিত্তিতে দেশের বিভিন্ন জেলার ২৪ টি দল অংশ নিবে এ লীগে। ডে-নাইট ভিত্তিতে অনুষ্ঠিত এ খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর। লীগটির স্পন্সর হিসেবে থাকছে মমতাজ মেহেদি।

আগামী ১৩ ডিসেম্বর শহরের পবহাটি ফুটবল মাঠে এ খেলার উদ্বোধন করবেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।

ডিসেম্বর ৮, ২০১৯ at ১৯:৫৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএল/এআই