রাণীনগরে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

নওগাঁর রাণীনগরে “রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র” ডরমিটরি ভবন নির্মাণে ভূমি অধিগ্রহনের ক্ষতিপূরনের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার বালুভরা মৌজায় নির্মানাধীন ভবনে চেক বিতরণ করা হয়।

অধিগ্রহনকৃত ভূমির মালিক আহসান হাবিব, শাহিনা আক্তার, তুনজেরা বিবিসহ মোট ১২ জনকে ৮লক্ষ ৮৫ হাজার ৯৪ টাকার চেক বিতরণ করা হয়েছে। এসময় নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) উত্তম কুমার রায়, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন ও ভূমি অধিগ্রহন কর্মকর্তা ফারাহ ফাতেমা তাকমিলা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করেন।

আরও পড়ুন:
অগ্নিকাণ্ডে মাদ্রাসা ও কলোনী পুড়ে ছাই
বোরো মৌসুমে ডিজেল সংকটের সম্ভাবনা!

এর আগে ১৯ জন ভূমির মালিককে ৪৪ লক্ষ ১১ হাজার ৫৪৪ টাকার চেক বিতরণ করা হয়। সংশ্লিষ্ঠরা জানান, ওই স্থানে মোট দেড় একর জায়গা এক কোটি ৫০ লক্ষ ১০ হাজার ৪৯ টাকায় অধিগ্রহণ করা হয়েছে।

নভেম্বর ২৮, ২০১৯ at ১৫:১১:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআই/এআই