জিং সমৃদ্ধ ব্রি ধান ৭২ জাতের আবাদ সম্প্রসারণে মাঠ দিবস

জিং সমৃদ্ধ ব্রি ৭২ ধানের আবাদ সম্প্রসারণে মাঠ দিবস নাটোরের লালপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা আভা ডেভলাপমেন্ট সোসাইটি ও হারভেস্ট প্লাস বাংলাদেলের সহযোগীতায় রোপা আমন মৌসুমে জিংক সমৃদ্ধ ব্রি-ধান-৭২ জাতের আবাদ সম্প্রসারণে ধানটি কৃষকমুখি করার লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার কলসনগর ও হোসেনপুর গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) হাবিবুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ মুহাম্মাদ মামুর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনি রহমান প্রমুখ।

মাঠ দিবস শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রদর্শণী প্লটের ব্রি-ধান-৭২ কর্তন করে এ মৌসুমের ধান কর্তনের শুভ উদ্বোধন করেন।
২২.১১.২০১৯