বিক্ষুদ্ধ সাগর, নিখোজ-১ পটুয়াখালী ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহন

পটুয়াখালী জেলা প্রশাসন ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। আজ সকাল সাড়ে ১১টায় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা জেলা প্রশাসক দরবার হলে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। জেলার অভ্যন্তরীন সকল রুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ। আজ সকাল সাড়ে ৭টায় বিক্ষুদ্ধ সাগর থেকে উপকূলে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে পরে নিখোজ রয়েছে বেল্লাল নামে এক জেলে। মৎস্য বন্দর আলীপুর মহিপুরে আশ্রয় নিয়েছে হাজার হাজার মাছ ধরা ট্রলারসহ জেলেরা।

আরো পড়ুন :
অবশেষে এমপির স্ত্রী শিক্ষক ঝুমু বরখাস্ত
মাদকের গডফাদার রানার খুঁটির জোর কোথায়

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জেলার ৪০৩টি সাইক্লোন সেল্টার। আপদকালীন সময়ে শুকনো খাবার সহ একশত মেট্রিকটন চাল,৩৫০০ কম্বল, ১৬৬ বান্ডিল ঢেউটিন এবং নগদ ২লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

০৮ নভেম্বর, ২০১৯  at ২৩:২৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একে/এজে