পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্যদিয়ে নিরাপদ সড়ক দিবস পালিত

পটুয়াখালীতে “জীবনের আগে জীবিকা নয়,সড়ক দূঘটনা আর নয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ২২অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এক বণ্যাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আরো পড়ুন:
রুয়েটে ভর্তি পরীক্ষা শুরু ২৪ অক্টোবর
গৃহবধূকে গণধর্ষণের পর হত্যা, ৭ জনের মৃত্যুদণ্ড
মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

পরে জেলা প্রশাসকের দরবার হলে উক্ত বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন,বিআরটি এর পরিচালক আবদুল জলিল মিয়া। মটরযান পরিদর্শক মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক মো. হেমায়েত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজ রহমান, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার প্রমুখ। এসময় সড়কের নিরাপত্তা, সড়কের আইন ও বিভিন্ন ট্রাফিক সিগন্যাল সম্পর্কে বক্তব্য রাখেন বক্তারা।

অক্টোবর ২১, ২০১৯ at ১৯:৪৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/সুচ/তআ