ভেজাল গুড় কারখানায় অভিযান, মালিকের দুইলক্ষ টাকা জরিমানা!

লালপুর উপজেলার আড়বাব ইউপির হাসিমপুর গ্রামে ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে শ্রী সুমন নামের এক গুড় ব্যবসায়ী কে দুই লক্ষটাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকেলে নাটোরের লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুাতির ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন:
পুলিশের উপর হামলা অস্ত্রসহ আটক ৩ যুবক
দুই শর্তে মিন্নির জামিন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল গুড় তৈরী কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৪২ধারা অনুযায়ী কারখানা মালিক সুমন কে দুইলক্ষ টাকা জরিমানা করা হয় এবং আট বস্তা চিনি জব্দ করা হয়। এসময় র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আগস্ট ২৯, ২০১৯ at ২১:০৮:১৪ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআর/কেএ