ময়মনসিংহে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেলো ৪ জনের

ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

সোমবার (১৩ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন :
>তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
>রেললাইনে শিক্ষার্থীদের আগুন, ট্রেন চলাচল বন্ধ!

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, রাঙামাটিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাসটি খাদে পড়ে যাওয়ার পর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে গেলে দুই নারী ও এক শিশুসহ চারজন নিহত হন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চার জনের মরদেহ উদ্ধার করে । এগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, আহতদের স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মার্চ ১৩, ২০২৩ at ১১:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভক/মমেহা