বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় আমেরিকা

ছবি- সংগৃহীত।

ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বাংলাদেশের সঙ্গে আমেরিকা সুসম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সেশন ২০২১-২২ ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

এর আগে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সেবা নিশ্চিত করে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলতে হবে। আর স্মার্ট কৃষিবিদ গড়ার মাধ্যমেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারব। কারণ কৃষিবিদরা সর্বক্ষেত্রে তাদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।

আবদুল মোমেন বলেন, ‘সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বাংলাদেশের সঙ্গে আমেরিকা সুসম্পর্ক রাখতে চায়। বাংলাদেশ কভিড ম্যানেজমেন্টে এশিয়ায় প্রথম, জিডিপি ৬ দশমিক ৯ শতাংশ— এটা মিরাকেল। এখানে নতুন নতুন সম্ভাবনা রয়েছে, এর সঙ্গে তারা সম্পৃক্ত হতে চায়।

আরো পড়ুন:
> চেয়ারম্যানের নির্দেশে গাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ
> নড়াইলের সোনালী ব্যাংক লিমিটেডে নতুন কমিটি গঠন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় আমেরিকা। এ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আলোচনা হয়েছে। অত্যন্ত শক্ত ভিত্তির উপর যেন বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক আরও ৫০ বছর পরও সুদৃঢ় থাকে তার জন্যই উভয় দেশ কাজ করবে।

তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। এখানে র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি নিতান্তই ছোট একটি বিষয়। আমেরিকার কাছে রাজনৈতিকভাবে বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। এসব নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকার প্রতিনিধি দলের আলোচনা হয়েছে।

ফেব্রুয়ারি ১৬.২০২৩ at ১৬:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর