ভোলার লালমোহনে ১০২ পিচ ইয়াবাসহ যুবক আটক

ভোলার লালমোহনে ১০২ পিচ ইয়াবাসহ মো. সাগর (৩৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ লালমোহন টু চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের তালতলী বাজারের শাহিনের দোকানের পূর্ব পাশে পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. সাগর ফরাজগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম চর উমেদ গ্রামের বাসিন্দা। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. এনায়েত হোসেন বলেন, সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)( নি.) মো. আসাদুজ্জামান খান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ভোলা জেলার উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ লালমোহন টু চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের তালতলী বাজারের অভিযান চালিয়ে শাহিনের দোকানের পূর্ব পাশে পাকা সড়কের উপর থেকে মো. সাগর নামের এক যুবককে ১০২ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন :
>নাভারণে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতের পোষাক ও শিক্ষা উপকরণ বিতরণ
>রাজশাহীতে আ.লীগের জনসভা ৪ ফেব্রুয়ারি
>যে ফল খেলে ওষুধ ছাড়াই গভীর ঘুম হবে

ডিসেম্বর ২৭.২০২২ at ১৮:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ